ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

মাছের উন্নত জাত উদ্ভাবন করেছে মৎস্য ইনস্টিটিউট: প্রাণিসম্পদমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, জুন ২১, ২০১১

ঢাকা: মৎস ও প্রাণি সম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস জানিয়েছেন, মৎস্য সম্পদের উৎপাদন বাড়াতে রুই, তেলাপিয়া, রাজপুঁটিসহ বেশ কয়েকটি মাছের উন্নত বংশগত জাত উদ্ভাবন করতে সক্ষম হয়েছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট।

মঙ্গলবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর এম. আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।



মন্ত্রী বলেন, ‘দেশের মৎস্য উৎপাদন বাড়াতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে মাছের উন্নত জেনেটিক জাত উদ্ভাবন করেছে। এগুলো হলো- দেশিয় উন্নত রুই মাছ, বিএফআরআই সুপার গিফট তেলাপিয়া, বিএফ আরআই রাজপুঁটি, বিএফআরআই কমন কার্প ও বিএফআরআই লাল তেলাপিয়া। ’

তিনি আরও জানান, ‘বিএফআরআই সুপার গিফট তেলাপিয়া স্থানীয় জাতের তেলাপিয়ার চেয়ে শতকরা ৩০ ভাগ এবং বিএফআরআই রাজপুঁটির জাত বিদ্যমান রাজপুঁটির চেয়ে শতকরা ৩৫ ভাগ বেশি উৎপাদনশীল। ’

অপু উকিলের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, অ্যানথ্রাক্স, ম্যাডকাউ ও এভিয়ান ইনফ্লুয়েঞ্জার মতো মারাত্মক পশু বাহিত রোগ প্রতিরোধে দেশের সীমান্ত এলাকায় এখনও কোন পরীক্ষাগার নেই। তবে সীমান্ত এলাকাসহ বিমান ও নৌ-বন্দর এলাকার ২৪টি কোয়ারেন্টাইন স্টেশন স্থাপনের ব্যবস্থা রয়েছে।

বজলুল হক হারুনের প্রশ্নের জবাবে প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, ‘পোল্ট্রি শিল্পের টেকসই উন্নয়নের জন্য বেসরকারি উদ্যোক্তাদের প্রণোদনা প্রদান সংক্রান্ত একটি প্রস্তাব সরকারের বিবেচনায় রয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৯৩০ঘণ্টা, জুন ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।