ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রায়পুরায় টেঁটাবিদ্ধ হয়ে নিহত ১ আহত ৫০

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, জুন ২১, ২০১১

নরসিংদী: নরসিংদীর রায়পুরা উপজেলায় নির্বাচনত্তোর সহিংসতায় টেঁটাবিদ্ধ হয়ে একজন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। আহতদের নরসিংদী এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



মঙ্গলবার বিকেল ৩ টার দিকে উপজেলার নিলক্ষা ইউনিয়নের আমিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ১০টি ঘর ভাংচুরসহ লুটপাট হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শনিবার রায়পুরা উপজেলার চরাঞ্চলের ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এরপর থেকে নির্বাচিত চেয়ারম্যান প্রার্থী ও পরাজিত প্রার্থীদের মধ্যে উত্তেজনা চলছিলো। মঙ্গলবার পরাজিত চেয়ারম্যান প্রার্থী ইসমাইল হোসেন সমর্থনে মোর্শেদ মেম্বারের সমর্থকরা ও বিজয়ী চেয়ারম্যান আব্দুল হক সরকার সমর্থিত বিজয়ী ইউপি সদস্য জামালউদ্দিনের সমর্থকদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টেঁটাযুদ্ধে জড়িয়ে পড়ে।   এসময় মোর্শেদ মেম্বারের সমর্থক কামাল মিয়া (৪৫) নিহত হয় এবং কমপক্ষে অর্ধশত গ্রামবাসী আহত হয়। এসময় প্রতিপক্ষের হামলায় উভয় পক্ষের প্রায় ১০টি ঘর লুটপাট ও ভাংচুর করা হয় । পরে রায়পুরা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের নরসিংদী সদর, ইউনাইটেড এবং ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুন ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।