ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পার্বতীপুরে ছিনতাই হওয়া ৬টি ব্যালট বাক্স উদ্ধার

পার্বতীপুর সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, জুন ২১, ২০১১

পার্বতীপুর (দিনাজপুর): জেলার পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গত রোববার ছিনতাই হওয়া ৬টি ব্যালট বাক্স মঙ্গলবার উদ্ধা করেছে পুলিশ।

তবে বাক্সগুলো উদ্ধার করা সম্ভব হলেও ব্যালট পেপারসহ খোয়া যাওয়া অন্যান্য নির্বাচনী সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়নি।



পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুজ্জামান চৌধুরী জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই ইউনিয়নের দ-পানি গ্রামের পার্শ্ববর্তী বাঁশঝাড়ের মধ্যে ব্যালট বাক্স পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।

সকাল ১১টার দিকে পুলিশ ৬টি ব্যালট বাক্স উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তবে ব্যালট পেপারসহ অন্যান্য ভোট গ্রহণসামগ্রী ভর্তি দু’টি বস্তা এখনও পাওয়া যায়নি বলে জানান ওসি।

তিনি আরও জানান, এ ঘটনায় ফরিদপুর হাইস্কুল ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার জাকির হোসেন গত সোমবার বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ৫০০/৭০০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, গত রোববার অনুষ্ঠিত মোস্তফাপুর ইউপি নির্বাচনে ইউনিয়নের ফরিদপুর হাইস্কুল ভোটকেন্দ্রের ভোট গণনা শেষে মালামাল নিয়ে উপজেলা নির্বাচন নিয়ন্ত্রণ কক্ষে আসার পথে দ-পানি এলাকায় পরাজিত প্রার্থী নজমুল হকের সহস্রাধিক সমর্থক প্রিজাইডিং অফিসার ও ভোট গ্রহণের কাজে নিয়োজিত কর্মকর্তাদের রাত ১০টা থেকে ৩টা পর্যন্ত আটকে রাখে।

এ সময় বিক্ষুদ্ধ লোকজন ফরিদপুর হাইস্কুল কেন্দ্রে ফলাফলে কারচুপি করা হয়েছে দাবি করে পুনরায় ভোট গণনার দাবি জানায়।

রাত আড়াইটার দিকে দিনাজপুর জেলা প্রশাসক জামাল উদ্দিন আহম্মেদ, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২ শতাধিক পুলিশ, বিজিবি ও র‌্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় র‌্যাব জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও ১৭ রাউন্ড গুলিবর্ষণ করে। নজমুল হকের বিক্ষুব্ধ সমর্থকেরা ৬টি ব্যালট বাক্স ও ২ হাজার ১০০টি ব্যালট পেপারসহ অন্যান্য মালামাল ভর্তি দু’টি বস্তা ছিনিয়ে নিয়ে যায়।

এ সময় একজন ম্যাজিস্ট্রেট, ৫ পুলিশ ও ১০ জন এলাকাবাসী আহত হন।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জুন ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad