ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিদ্ধিরগঞ্জে পানিতে ডুবে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, জুন ২১, ২০১১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে মঙ্গলবার পানিতে ডুবে তাজুল ইসলাম (১৫) নামের এক পোশাক তৈরি শ্রমিকের মৃত্যু হয়েছে।

তাজুল সিদ্ধিরগঞ্জের গোদনাইল ২ নম্বর বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত ইউনিয়ন ফ্যাশন নামক রপ্তানিমুখি গার্মেন্ট প্রতিষ্ঠানের অপারেটর।



ঢাকার সদর ঘাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মইনুর রহমান বাংলানিউজকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তাজুল সিদ্ধিরগঞ্জের আদমজী দক্ষিণ কদমতলী এলাকায় তার বাড়ির পাশে ডিএনডি (ঢাকা-নারায়ণগঞ্জ বাধ) খালে গোছল করতে যান। এ সময়ে খালের পাড়ে একটি গাছ থেকে পানিতে লাফিয়ে পড়ে। এরপর তিনি আর উঠেনি। স্থানীয়ভাবে মাছ ধরার জাল দিয়ে খোঁজা হয় তাজুলকে। বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুন ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।