ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাঙ্গুনিয়ায় ভোট গণনা চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জুন ২১, ২০১১

চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১৩টি ইউনিয়নে মঙ্গলবার শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী বাংলানিউজকে জানিয়েছেন, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণের পর ভোটগণনা শুরু হয়েছে।

ভোটগ্রহণের সময় উপজেলার ১১৭টি ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফুর্ত উপস্থিতি ছিল বলে জানিয়েছেন তিনি।

রাঙ্গুনিয়া থানার ওসি আব্দুল লতিফ বাংলানিউজকে বলেন, ‘উপজেলার কোনো কেন্দ্র থেকে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। ’  

তবে রাঙ্গুনিয়ার বেতাগি ইউনিয়নের মৌলভিঘাটা থেকে জাহাঙ্গীর আলম নামে এক চেয়ারম্যান প্রার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওসি আব্দুল লতিফ জানিয়েছেন, জাহাঙ্গীর দুটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।