ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আবাসিক এলাকায় লাইসেন্সবিহীন রাসায়নিক গুদামের বিরুদ্ধে ফায়ার সার্ভিসের মামলা

আদালত প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, জুন ১৫, ২০১০

ঢাকা: আবাসিক এলাকায় লাইসেন্সবিহীন রাসায়নিক গুদাম স্থাপনের অভিযোগে ঢাকার ৬২/২ পুরাতন বিকে গাঙ্গুলী লেনের অহিদুল্লাহ মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। আজ মঙ্গলবার ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ পরিদর্শক এনায়েত হোসেন ঢাকার সিএমএম আদালতে এ মামলা দায়ের করেন।



মহানগর হাকিম মেহেদী হাসান তালুকদার বাদির জবানবন্দি গ্রহণ করে আসামিকে আগামী ৪ জুলাই আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণে বলা হয়, গত ১০ জুন অগ্নি  প্রতিরোধ ও নির্বাপণ আইন ২০০৩ ও ভ্রাম্যমান আদালত আইন ২০০৯ এর আওতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে রাজধানীর ৬২/২ পুরাতন বিকে গাঙ্গুলী লেনের অহিদুল্লাহ মজুমদারের মালিকানাধীন লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানে অবৈধভাবে মালামাল মজুদের প্রমাণ পান।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭০৯ ঘণ্টা, ১৫ জুন ২০১০
এমআই/এএইচএস/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।