ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

হাতিরঝিল এলাকায় বাড়তি নিরাপত্তা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
হাতিরঝিল এলাকায় বাড়তি নিরাপত্তা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইংরেজি নববর্ষ-২০১৬ উপলক্ষে যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর হাতিরঝিল এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার আপারেশন অফিসার ইন্সপেক্টর মো. রাশেদুর জামান বাংলানিউজকে বলেন, আমাদের উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে, আজ সন্ধ্যা থেকে হাতিরঝিলে যেন কোনো ধরনের যানবাহন দাঁড়াতে না দেওয়া হয়।

এ এলাকায় জনসাধারণকে যেকোনো ধরনের জটলা না করতে দেওয়া ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। আমরা নির্দেশনা অনুযায়ী কাজ করছি।

সরেজমিনে দেখা গেছে, হাতিরঝিলে প্রবেশের বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে সন্দেহ হলেই গাড়ি, মোটরসাইকেলসহ যানবাহনে থামিয়ে তল্লাশি করা হচ্ছে। তল্লাশি থেকে বাদ যাচ্ছেন না সন্দেহভাজন ব্যক্তিও।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এজেডএস/এসজেএ/ওএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।