ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উল্লাপাড়া পৌর নির্বাচন

দায়িত্ব বণ্টনকালে এসআই-এর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
দায়িত্ব বণ্টনকালে এসআই-এর মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা নির্বাচনের দায়িত্ব বণ্টনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে জেলহক হোসেন নামে এক এসআই-এর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।



জেলহক হোসেনের বাড়ি পাবনা জেলার সাথিয়া উপজেলায়। তিনি  উল্লাপাড়ার থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

চিকিৎসকের বরাত দিয়ে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহম্মেদ বাংলানিউজকে জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে এসআই জেলহকের মৃত্যু হয়েছে।

তিনি আরো জানান, বিকেলে সহকর্মীদের মধ্যে নির্বাচনী দায়িত্ব বণ্টন করছিলেন জেলহক। এসময় হঠাৎ  বুকে ব্যথা অনুভব করেন তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।