ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় আড়াই কেজি স্বর্ণসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
চুয়াডাঙ্গায় আড়াই কেজি স্বর্ণসহ আটক ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ২ কেজি ৪শ’ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ ২ চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার(২৮ ডিসেম্বর) সকালে জেলার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।



আটককৃতরা হলেন- নাস্তিপুর গ্রামের মৃত এমদাদুল হকের ছেলে কাওসার আলী ও শামসুল হকের ছেলে আনিছুর রহমান (৪৫)।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর আনোয়ার জাহিদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাস্তিপুর-বাড়াদী সড়কে অবস্থান নেয় বিজিবি। এ সময় মোটরসাইকেলে যাওয়া দুইজনকে আটকের পর দেহ তল্লাশি করে ২ কেজি ৪শ’ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটককৃতদের চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।