ঢাকা, বৃহস্পতিবার, ৭ কার্তিক ১৪৩২, ২৩ অক্টোবর ২০২৫, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

যানবাহনের নীতিমালা করা উচিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪১, ডিসেম্বর ২৪, ২০১৫
যানবাহনের নীতিমালা করা উচিত ফাইল ফটো

ঢাকা: দেশে বাস, ট্রাকসহ সব যানবাহন সমীক্ষা করে একটি রেগুলেশন করার প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর সোনারগাঁ হোটেলে তিনি এ আহ্বান জানান।



আনিসুল হক বলেন, দেশে কতোগুলো নতুন ও পুরাতন গাড়ি চলছে তার সমীক্ষা করা উচিত। প্রতিদিন কী পরিমাণ বাস-ট্রাক চলাচল করা উচিত তা বের করতে হবে। ট্রাক মালিকদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। ৫শ ট্রাক মালিক ৫টি কোম্পানির মধ্যে আসতে রাজি হয়েছেন। সব মিলিয়ে এসব যানবাহনের একটি নীতিমালা তৈরি করা উচিত।

অন্যদিকে, দেশের বিনিয়োগ আশানুরূপ পর্যায়ে নেই বলে মন্তব্য করেছেন আনিসুল।

তিনি বলেন, যে পরিমাণ বিনিয়োগ হবে বলে আমরা আশা করছিলাম, তা হচ্ছে না। ব্যাংকের লাখো-কোটি টাকা অলস পড়ে থাকার প্রমাণ পাওয়া যায়। কয়েকটি সেক্টরকে চিহ্নিত করে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
ইউএম/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।