ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘মাহমুদুর রহমানকে রিমান্ডে নিতে বাধা নেই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৩ ঘণ্টা, জুন ১৫, ২০১০

ঢাকা: আমারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে রিমান্ডে নিয়ে নির্যাতন না করার ব্যাপারে একটি আবেদন চেম্বার জজ আদালত নাকচ করে দিয়েছেন। তবে এর আগে দেওয়া হাইকোর্টের নির্দেশনা মেনে তাকে রিমান্ডে নেওয়ার পক্ষে মত দেন আদালত।



আজ সোমবার মাহমুদুর রহমানের আইনজীবীরা আবেদনটির শুনানির জন্য আবেদন জানালে চেম্বার জজ আদালতের বিচারপতি এস কে সিনহা তা নাকচ করে দেন।

গত ১০ জুন মাহমুদুর রহমানের পক্ষে তার আইনজীবীরা রিমান্ডে নিয়ে নির্যাতন না করার আবেদন করেছিলেন।

শুনানিতে তার পক্ষে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক, ব্যারিস্টার আবদুর রাজ্জাক। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বাংলাদেশের স্থানীয় সময়:
জেএ/এনএস/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।