ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হরতাল উপলক্ষে নাশকতা: ২৭ জনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জুন ১১, ২০১১

ঢাকা : হরতাল উপলক্ষে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা দেওয়ার অভিয়োগে রাজধানীতে ২৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ওই ২৭ জনকে রমনা, মোহম্মদপুর, মিরপুর ও তেজগাঁও থানায় আটক করা হয়েছিল।



শনিবার ভ্রাম্যমান আদালত তাদের কারাদণ্ড দেন।

অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মাসুদুর রহমান জানান, শনিবার হরতাল উপলক্ষে নাশকতার অভিযোগে রমনা থানায় আটক ১০ শিবির কর্মীকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযোগে তেজগাঁও থানায় আটক ৫ জনকে ২ মাসের সশ্রম কারাদ- দেওয়া হয়েছে।

মোহম্মদপুর থানায় আটক ১০ জন ও মিরপুর থানায় আটক ২ জনকে কত মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে তা এখনও জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুন ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।