ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সংসদ টেলিভিশনকে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করতে হবে: স্পিকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, জুন ১১, ২০১১
সংসদ টেলিভিশনকে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করতে হবে: স্পিকার

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ বলেছেন, সংসদ বাংলাদেশ টেলিভিশনকে - বিটিভি হলে চলবে না। নিরপেক্ষভাবে সরকারি ও বিরোধি  দলের বক্তব্য পরিবেশন করতে হবে।



শনিবার বিকেলে সংসদ ভবনে জাতীয় সংসদ সচিবালয় ও বাংলাদেশ টেলিভিশনের মধ্যে সমঝোতা স্বারক অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

স্পিকার বলেন, সংসদ বাংলাদেশ টেলিভিশনের জন্য সকল সহযোগিতা দরকার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, চিফ হুইফ আবদুস শহীদ , হুইপ আসম ফিরোজ, ও সাংসদ তারাণা হালিম, সংসদ সচিবালয় ও বিটিভির উর্ধ্বতন কর্মকর্তারা।

তথ্যমন্ত্রী বলেন, সংসদ বাংলাদেশ টেলিভিশন কোন নীতিমালার ভিত্তিতে অনুষ্ঠান সম্প্রচার করবে তা নির্ধারণ করার জন্য স্পিকার, চিফ হুইপসহ তার  প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের প্রয়োজন।

তিনি সংসদ বাংলাদেশ টেলিভিশনের জন্য বাজেট বরাদ্দের কথা  বলেন।

অনুষ্ঠান শেষে সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন সংসদ সচিবালয়ের পক্ষে  সংসদ সচিব আশফাক হামিদ  ও বিটিভির মহাপরিচালক কাজী আবু জাফর সিদ্দিকী।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘন্টা, জুন ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad