ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইউপি নির্বাচন: খাগড়াছড়িতে ৩ প্রার্থীর জরিমানা

জেলা সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জুন ১১, ২০১১

খাগড়াছড়ি: জেলার মানিকছড়ি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন (ইউপি) চলাকালে আচরণবিধি লংঘনের দায়ে শনিবার এক চেয়ারম্যান ও ২ সদস্য পদপ্রার্থীকে জরিমানা করা হয়েছে।

নির্বাচনের দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন জানান, তিনট্যহরী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল করিম বিকেল ৪টায় কেন্দ্রের কাছাকাছি এলাকায় টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার দায়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।



এর আগে দুপুরে একই দায়ে সদর ইউনিয়নের আরও দুই সদস্যপ্রার্থীকে ২ হাজার করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

উলে¬খ্য, মানিকছড়ি উপজেলায় নবগঠিত তিনট্যহরী ও যোগ্যাছোলা ইউনিয়নে প্রথমবারের মাতো ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জুন ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।