ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

রুয়েটের পরীক্ষার সময়সূচি পরিবর্তন

রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, জুন ১১, ২০১১

রাবি: অনিবার্য কারণবশত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আগামী ১২, ১৩ ও ১৯ জুন অনুষ্ঠিতব্য সকল পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।

শনিবার সকালে রুয়েটে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।



রুয়েট উপাচার্য প্রফেসর ড. সিরাজুল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১২ জুনের পুরকৌশল বিভাগের পরীক্ষা ১৪ জুন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এছাড়া ১৩ জুনের অন্যান্য বিভাগের পরীক্ষাসমূহ ১৪ জুন পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

অপরদিকে, ১৯ জুনের পরীক্ষাসমূহ ২০ জুন পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

সভায় সকল পরীক্ষার্থী এবং হল পরিদর্শকসহ সংশ্লিষ্ট সবাইকে পুনর্নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহে অংশগ্রহণ ও যথাযথ দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয়েছে।

সভায় সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ছাড়াও রেজিস্ট্রার প্রকৌশলী আবুল বাশার ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মোঃ ওয়াজিহার রহমান উপস্থিত ছিলেন।

রুয়েটের জনসংযোগ দপ্তরের এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জুন ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।