ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাটোরে ইউপি চেয়ারম্যান প্রার্থী আটক

জেলা সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, জুন ১০, ২০১১

নাটোর: নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ারকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে তাকে আটক করা হয়।



নাটোর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে তাকে আটক করা হয়।

তবে চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ার জানান, নির্বাচনী এজেন্টের খোঁজখবর নেওয়ার জন্য ব্যাক্তিগত গাড়িতে তিনি রামনগর গ্রামে যাচ্ছিলেন। এসময় কয়েকজন ছেলে তার পথরোধ করে গাড়ির মধ্যে টাকা ফেলে দেয়। এরপর পুলিশ তাকে আটক করে।

রাত সোয়া ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বিচাররের জন্য সহকারী কমিশনার (ভূমি) রুহুল কুদ্দুসের নেতৃত্বে নাটোর থানায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, জুন ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।