ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে ২ চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, জুন ১০, ২০১১

নারায়ণগঞ্জ : নিবার্চনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের দুটি ইউয়িনের দুই চেয়ারম্যান প্রার্থীকে শুক্রবার সন্ধ্যায় অর্থদ- করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহিরুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায়।



নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হলেন রফিকুল ইসলাম রফিক। শুক্রবার বিকেল ৬টায় রফিকুল ইসলাম রফিক তার এলাকায় নির্বাচনী প্রচরণার বড় ব্যানার নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে। এসময় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষনিক রফিকুল ইসলাম রফিককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদ-ের রায় দেন। পরে রফিকুল ইসলাম রফিক নগদ ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

অপরদিকে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বরকত উল্লাহ ভুলু (তালা প্রতীক) সন্ধ্যা সাড়ে ৭টায় এলাকায় যানবাহনের শোভাযাত্রা বের করে। এসময় ভ্রাম্যমাণ আদালত তাকে নির্বাচনী আইন ভঙ্গের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদ- প্রদান করে। পরে বরকত উল্লাহ ভুলুও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুন ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad