ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইউপি নির্বাচন: আশুগঞ্জে সংঘর্ষে আহত ৩০

আশুগঞ্জ প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, জুন ১০, ২০১১

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের আন্দিদিল গ্রামে শুক্রবার সন্ধ্যায় তালশহর ইউনিয়েনের দুই ইউপি প্রার্থীদের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে।   আহতদের স্থানীয় ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


 
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর বাংলানিউজকে জানান, শুক্রবার বিকেলে মেম্বার প্রার্থী সামসুল আলমের লোকজনের সঙ্গে অপর প্রার্থী হুমায়ুন মিয়ার সমর্থকদের মিছিল নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়। পরে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জুন ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।