ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ভালো মানুষ হওয়ার জন্য শিক্ষার বিকল্প নেই: ব্যারিস্টার রফিক উল হক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, জুন ১০, ২০১১

গাজীপুর: প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক বলেছেন, একজন ভালো মানুষ হওয়ার জন্য শিক্ষার কোন বিকল্প নেই। তাই আমাদের আরও বেশি শিক্ষিত হতে হবে।

বর্তমানে হাতের কাছেই যে প্রযুক্তি রয়েছে তা একসময়  ছিলনা। বর্তমানের প্রযুক্তি ব্যবহার করে, না জানা অনেক কিছুই সহজেই জানা যায় ।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা মিলনায়তনে শুক্রবার সকালে প্রগতিশীল ফোরামের উদ্যোগে আয়োজিত জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

প্রগতিশীল ফোরামের সভাপতি শহিদুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- গাজীপুর-১ আসনের সাংসদ এ্যাডভোকেট আকম মোজাম্মেল হক, সাবেক এনবিআর সদস্য খোরশেদ আলম, উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল কবীর মুরাদ, পৌর প্রশাসক মজিবুর রহমান প্রমুখ।

পরে উপজেলার বিভিন্ন স্কুল থেকে চলতি বছর এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ১২০ জন শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট উপহার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জুন ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।