ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

১০ মাসে লক্ষ্যমাত্রার ৮১ শতাংশেরও বেশি কৃষি ঋণ বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, জুন ১০, ২০১১

ঢাকা: চলতি অর্থবছরের প্রথম দশ মাসে (জুলাই’১০-এপ্রিল ’১১) লক্ষ্যমাত্রার ৮১ শতাংশেরও বেশি কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। চলতি অর্থবছরে কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা হচ্ছে ১২ হাজার ৬১৭ কোটি টাকা।

গত বছর এর পরিমাণ ছিল ১১ হাজার ৫শ’ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।  

কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ বিভাগ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত এপ্রিল পর্যন্ত লক্ষ্যমাত্রার ৮১ দশমিক ৪৮ শতাংশ বিতরণ করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে অর্থ বছর শেষে কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৯০ ভাগেরও বেশী অর্জিত হবে বলে বাংলাদেশ ব্যাংক আশাবাদী।

এছাড়া ২% রেয়াতী সুদে নির্দিষ্ট কিছু ফসলে (ডাল, তেলবীজ, মসলা জাতীয় ফসল, ভুট্টা) এ মাসের গত ২ তারিখ পর্যন্ত ৯৬ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৬৯ কোটি ৫২ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মতে, মাত্র ২% রেয়াতী সুদে ঋণ বিরণের কারণে এর প্রভাব বাজারে কিছুটা হলেও পড়েছে। বর্তমানে অভ্যন্তরীণ বাজারে ডাল, তেলবীজ, মসলা জাতীয় ফসলের (যেমন আদা, হলুদ) দাম সহনশীল মাত্রায় রয়েছে।

সূত্র মতে, কৃষি ঋণ বিতরণে লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে শুধু পরিমাণগত অর্জনই নয় বরং বিতরণকৃত কৃষি ঋণের গুণগত দিক এবং ঋণের সদ্বব্যবহারের প্রতিও বাংলাদেশ ব্যাংক সমান গুরুত্ব দিচ্ছে। কৃষি ঋণ কার্যক্রমকে কার্যকর করে তোলার জন্য তিন স্তর বিশিষ্ট মনিটরিং ব্যবস্থা বর্তমানে চালু রয়েছে।

সূত্র জানায়, এ পর্যন্ত ১৬টি ব্যাংক তাদের কৃষি ঋণ বিতরণ সংক্রান্ত প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে দাখিল করেছে। এসব প্রতিবেদন যাচাই-বাছাইয়ের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক নিজেও সরেজমিনে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করছে।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ১০ জুন , ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।