ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শ্রীমঙ্গলে ধরা পড়েছে শঙ্খনী সাপ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, জুন ১০, ২০১১

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিরল প্রজাতির শঙ্খনী সাপ ধরা পড়েছে।

শুক্রবার রাত সাড়ে আটটার দিকে শ্রীমঙ্গল উপজেলার ফিনলে চা কোম্পানির ফুলছড়া চা বাগান এলাকা থেকে সাপটি আটক করেন সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি মিষ্টু দেব।



মিষ্টু দেব রাতে বাংলানিউজকে জানান, মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ফুলছড়া চা বাগানের মাঝখানে বৃহৎ আকারের শংখনী সাপটি দেখতে পান। পরে তিনি সাপটিকে ধরে শ্রীমঙ্গলে নিয়ে আনেন ।

তিনি জানান,সাপটিকে স্থানীয় বন্যপ্রাণি সংরক্ষনবিদ সীতেশ রঞ্জন দেবের চিড়িয়াখানায় রাখা হয়েছে।

শ্রীমঙ্গল মিনি চিড়িয়াখানার পরিচালক সজল দেব বাংলানিউজকে জানান, শংখনী সাপ বাংলাদেশে এখন বিলুপ্তপ্রায়।

বিরল প্রজাতির এ সাপটি খাবারের খোঁজে লোকালয়ে এসেছিল বলে জানান তিনি।

সর্বশেষ এক বছর আগে শ্রীমঙ্গলে একটি শঙ্খনী সাপ ধরা পড়ে।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, জুন ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ