ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আরও ২২২ ইউপিতে ভোট শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, জুন ১০, ২০১১

ঢাকা: দেশব্যাপী  ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগহণ চলছে। শনিবার(১১ জুন) ২২২ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন(ইসি) সূত্রে জানা গেছে।

 

এ সব ইউপিতে পুলিশ, আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী, র‌্যাব ও স্টাইকিং ফোর্স হিসেবে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছে।

ইউপিগুলো হলো- কক্সবাজার চকরিয়ার  বড়ইতলী, হারবাং, কাকারা, কৈয়ারবিল, লক্ষ্যারচর ও সাহারবিল।     

কিশোরগঞ্জের নিক্লীর ছাতিরচর, দামপাড়া, গুরই, জারইতলা, কারপাশা, নিকলী ও সিংপুর।     

কুষ্টিয়ার খোক্সার আমবাড়ীয়া, বেতবাড়ীয়া, গোপগ্রাম, জানিপুর, জয়ন্তিহাজরা, খোকসা, ওসমানপুর, শোমসপুর ও শিমুলিয়া।   

কুড়িগ্রাম নাগেশ্বরীর বল্লভেরখাস, বামনডাংগা, বেরুবাড়ী, ভিতরবন্দ, হাসনাবাদ, কচাকাটা, কালীগঞ্জ, কেদার, নারায়ণপুর, নেওয়াশী, নুনখাওয়া, রায়গঞ্জ, রামখানা ও সন্তোষপুর।     

খাগড়াছড়ির মানিকছড়ির বাটনাতলী, যোগ্যাছোলা, মানিকছড়ি ও তিনটহরী।     

গাইবান্ধা সদরের ঘাগোয়া, গিদারী, কামারজানি, খোলাহাটী, লক্ষ্মীপুর, মালিবাড়ী ও মোল্লার চর।     

গোপালগঞ্জ কাশিয়ানীর বেথুড়ী, ফুকরা, হাতিয়াড়া, কাশিয়ানী, মাহামুদপুর, মহেশপুর, নিজামকান্দি, ওড়াকান্দি, পারুলিয়া, পুইশুর, রাজপাট, রাতইল, সাজাইল ও সিংগা।     

চট্টগ্রাম ফটিকছড়ির আবদুল্লাহপুর, বাগানবাজার, ভক্তপুর, ভুজপুর, দাঁতমারা, ধর্মপুর, হারুয়ালছড়ি, জাপতনগর, কাঞ্চন নগর, লেলাং, নারায়ন হাট, পাইন্দং, রোসাংগিরী, সমিতিরহাট ও সুন্দরপুর।

জামালপুেরর  ইসলামপুরের চর গোয়ালিনী, চরপুটিমারী, গাইবান্ধা, গোয়ালের চর, ইসলামপুর ও পলবান্ধা।

টাঙ্গাইলের ধনবাড়ীর বলিভদ্র, বানিয়াজান, বীরতারা, ধনবাড়ী, ধোপাখালী, মুশুদ্দি ও পাইস্কা।     

দিনাজপুরের খান্সামার আলোক ঝাড়ী, আংগার পাড়া, ভাবকী, ভেড়ভেড়ী, গোয়াল ডিহি, খামার পাড়া।     

নাটোর সদরের বড় হরিশপুর, ছাতনী, দিঘাপতিয়া, হালসা, কাফুরিয়া, লক্ষ্মীপুর খোলাবাড়ীয়া ও তেবাড়ীয়া।     

নেত্রকোনার মোহনগঞ্জের বড়কাশিয়া-বিরামপুর, বড়তলি-বানিহারী, গাগলাজুর, মাঘান-সিয়াদার, সমাজসহিলদেও, সুয়াইর ও  তেতুলিয়া।     

নোয়াখালীর চাট্খিলের বদল কোট, হাট পুকুরিয়া ঘাটলা বাগ, খিল পাড়া, মোহাম্মদপুর, নোয়াখলা, পাঁচগাঁও, পরকোট, রাম নারায়ণপুর ও সাহা পুর।     

পঞ্চগড়ে ও দেবীগঞ্জের চিলাহাটী, দন্ডপাল, দেবীডুবা, দেবীগঞ্জ, চেংঠী হাজরা ডাংগা, পামুলী, শালডাংগা, সোনাহার মল্লিকাদহ, সুন্দর দিঘী ও টেপ্রীগঞ্জ।     

ব্রাক্ষ্মণবাড়িয়ার সরাইলের (অরুয়াইল, চুন্টা, কালিকচ্ছ, নোয়াগাঁও, পাকশিমুল, সরাইল, শাহবাজপুর, শাহজাদাপুর ও পানিশ্বর (উত্তর )।     

মুন্সীগঞ্জের লৌহজংয়ের বেজগাঁও, বৌলতলী, গাওদিয়া, হলদিয়া, কলমা, কনকসার, খিদিরপাড়া, কুমারভোগ, মেদেনীমন্ডল ও তেউটিয়া।     

মৌলভীবাজারের কুলাউড়ার ভুকশিমইল, বরমচাল, ভাটেরা, জায়চন্ডী, কাদিপুর, কুলাউড়া ও রাউৎগাঁও।     
ময়মনসিংহের নান্দাইলের আচারগাঁও, বেতাগৈর, চন্ডিপাশা, গাংগাইল, জাহাঙ্গীরপুর, খারুয়া, মোয়াজ্জেমপুর, মুশুল্লী, নান্দাইল, রাজগাতি, শেরপুর ও সিংরইল।     

যশোরের কেশবপুেরর বিদ্যানন্দকাটি, গৌরিঘোনা, কেশবপুর, মজিদপুর, মঙ্গলকোট, পাঁজিয়া, সাগরদাড়ি, সুফলাকাঠি ও ত্রিমোহিনী।     

রংপুরের মিঠাপুকুরের বড় হযরতপুর, বালারহাট, ভাংনী, দুর্গাপুর, ইমাদপুর, কাফ্রিখাল, লতিবপুর, মির্জাপুর ও পায়রাবন্দ।     
রাজবাড়ীর বালিয়াকান্দির বহরপুর, বালিয়াকান্দি, ইসলামপুর, জামালপুর, জংগল, নারুয়া ও নবাবপুর।     

রাজশাহীর তানোরের বাধাইড়, চান্দুড়িয়া, কলমা, কামারগাঁ, পাঁচন্দর, সরনজাই ও তালন্দ।     

লালমনিরহাটের কালীগঞ্জের ভোটমারী, চলবলা, চন্দ্রপুর, দলগ্রাম, গোড়ল, কাকিনা, মদাতী, তুষভান্ডার।     

শেরপুর সদরের বলাইর চর, বেতমারী ঘুঘুরাকান্দি, চর মোচারিয়া, চর পক্ষীমারী, চর শেরপুর, কামারের চর ও  লছমনপুর।     

সিলেটের কানাইঘাটের বড়চতুল, দক্ষিণ বাণীগ্রাম, ঝিঙ্গাবাড়ী, কানাইঘাট, লক্ষ্মীপ্রসাদ পশ্চিম, সাতবাঁক(পূর্বের দীঘির পাড় পশ্চিম), লক্ষ্মী প্রসাদ পূর্ব, দীঘির পাড় পূর্ব ও রাজাগঞ্জ।     

বাংলাদেশ সময়: ২১২০ ঘন্টা,১০ জুন ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ