ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চট্টগ্রামে টাকা ও সরঞ্জামসহ ২২ জুয়ারি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জুন ১০, ২০১১

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর কোতয়ালী থানাধীন চট্টেশ্বরী রোডের আলেয়া স্টুডিওতে অবস্থিত চট্টলা ক্লাব ঘরে অভিযান চািলয়ে ২২ জুন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় জুয়ার আসর থেকে বিভিন্ন প্রকার ৫৪ বান্ডিল তাস,  বিভিন্ন রং এর ১১৪ টি, দামি কয়েন,  তাস খেলায় ব্যবহৃত খাতাসহ নগদ ১ লাখ ৫হাজার সাত’শ টাকা উদ্ধার করা হয়।



বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই ক্লাবে অভিযান চালিয়ে জুয়া খেলার এসব সরঞ্জামসহ নগদ টাকা উদ্ধার করা হয়।
 
র‌্যাবের সহকারী  পরিচালক ক্যাপ্টেন রাশেদুল হাসান প্রিন্স বাংলানিউজকে জানান, আলেয়া স্টুডিও ভবনের ৬ষ্ঠ তলায় চট্টলা ক্লাবঘরে জুয়াড়ীরা টাকা বাজীরেখে জুয়া খেলছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় টাকা ও জুয়ার সরঞ্জামসহ ২২ জনকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা।  

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান,এ ঘটনায় কোতয়ালী থানায় জুয়া আইনে র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করেছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে ইমাঃ ফিরোজুল ইসলাম (৫১), বাসুদেব চৌধুরী (৪০),  আজম খান (৫০),  মোঃ আল হেলাল (৪৫), ফিরোজ আহাম্মদ (৪৫), শেখ নেছার আহাম্মদ (৫০), এম এ মতিন (৫২), রেজাউল করিম (৪৫), কামরুল হাসান (৫০), মোঃ এনামুল হক, ১১) মোঃ নজরুল ইসলাম (৩৮), আযম খান (৪৫), (১৩) মোঃ শেখ টিপু চৌধুরী (৪৪), মোঃ শামসুল ইসলাম (৫৪),) ওমর ফারুক (৪০), মোঃ শাহ আলম (৪০), ১৭) জসিম উদ্দিন (৪০), জানে আলম (৫৫), শুভংকর বডুয়া (৩৫), মোঃ রমজান (২২),  মোঃ দেলোয়ার হোসেন (৩৫), ও  মাহবুবুল আলম ।

আসামীদের কোতয়ালী  থানায় সোপর্দ করার পর শুক্রবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করা হলে আদালত আসামীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান সহকারী কমিশনার মঞ্জুর মোর্শেদ। এর মধ্যে তিনজন জামিনে মুক্তি পেয়েছে বলে জানান।

বাংলাদেশ সময়: ১৯৫৭ঘণ্টা, জুন ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।