ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুলাউড়ায় ৭ জনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, জুন ১০, ২০১১

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় শুক্রবার বিকেলে সাতজনকে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভাম্যমাণ আদালত।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান চৌধুরী বাংলানিউজকে জানান, শুক্রবার ভোররাতে পুলিশ উপজেলার কাদিপুর ইউনিয়নের গুপ্তগ্রাম এলাকা থেকে ধারালো দা ও একটি মাইক্রোবাসসহ তিন যুবককে আটক করে।

পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক মো. এনামুল ইসলাম (২৫), আব্দুল জব্বার (২৪) ও কয়সর আহমেদতে (২৬) এক মাস করে সশ্রম কারাদ- দেওয়া হয়।   অন্যদিকে দুপুরে একই ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নগদ ৮০ হাজার টাকাসহ চেয়ারম্যান প্রার্থীর চার সমর্থককে আটক করে। আদালত আটককৃতদের এক মাসের জেল ও ১০হাজার টাকা জরিমানা করে।

তিনি আরও জানান, কাদিপুর ইউনিয়নের কাদিপুর গ্রামে সড়কে অভিযান চালিয়ে নগদ ৮০হাজার টাকাসহ ফখরুল ইসলাম (৩৪), তারেক আহমদ (৩৫), হারুনুর রশিদ (২৮) ও জালাল আহমদকে (৩০) আটক করে পুলিশ। পরে আদালত তাদের এক মাসের জেল এবং ১০হাজার টাকা জরিমানা করে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুন ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।