ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খালেদা জিয়ার উপদেষ্টা জহুরুল হক আরও ৪ মামলায় গ্রেপ্তার

মবিনুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জুন ১০, ২০১১

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক স্বরাষ্ট্র সচিব মো. জহুরুল হককে হরতালের সমর্থনে গাড়িতে আগুন ও পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়া সংক্রান্ত আরও চারটি পুরনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

শুক্রবার তাকে গুলশান থানার দুটি মামলায় ও তেজগাঁও থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রত্যেক মামলায় ১০ দিন করে মোট ৪০ দিনের রিমান্ডের আবেদন করা হয়।



রিমান্ড না মঞ্জুর চেয়ে জামিনের আবেদন করেন জহরুল হকের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

মহানগর হাকিম ইসমাইল হোসেন গুলশান থানার দুটি মামলায় জামিন প্রদান করেন। তেজগাঁও থানার দুটি মামলার বিচারক মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার খান নথিপত্রসহ রিমান্ড শুনানির জন্য আগামি ১৪ জুন দিন ধার্য্য করেছেন।  

শুক্রবার তাকে ফের জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

নিউমার্কেট থানা পুলিশ গত ৫ জুন হরতালের আগের দিন কাটাবন মোড়ে হরতালে সমর্থনে মিছিল থেকে গাড়ি ভাংচুর ও পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করে ।

গত ৮ জুন মহানগর হাকিম সাইফুল ইসলাম এ মামলায় তার জামিন মঞ্জুর করেন। ৯ জুন তাকে জেল গেট থেকে ফের গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০৯ঘণ্টা, জুন ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।