ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

মতিহারে আসামি ধরতে গিয়ে কনস্টেবলের মৃত্যু

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৮, জুন ৮, ২০১১

রাজশাহী: রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন বেলঘড়িয়া এলাকায় বুধবার দুপুরে আসামি ধরতে গিয়ে ফজলু (৩৫) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।

ফজলু মতিহার থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

তার বাড়ি বগুড়ার ধুনটে বলে জানা গেছে।

মতিহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী বাংলানিউজকে জানান, দুপুর ১টার দিকে বেলঘড়িয়া এলাকায় আসামি ধরতে গিয়ে ফজলু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে তার সহকর্মীরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি স্ট্রোকে মারা গেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

লাশটি তার পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জুন ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।