ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাতিসংঘের শান্তি মিশনে ১০ শতাংশই বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, জুন ৮, ২০১১
জাতিসংঘের শান্তি মিশনে ১০ শতাংশই বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘ নিয়োজিত শান্তিরক্ষীদের ১০ শতাংশই বাংলাদেশের বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে ‘বিশ্ব শান্তি, গণতন্ত্র ও উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে তিনি এ তথ্য জানান।



সেমিনারটির আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমানে জাতিসংঘের ১১টি মিশনে প্রায় ১০ হাজার ৫৯৮ জন বাংলাদেশি সদস্য কাজ করছেন। এছাড়া ১৯৮৮ সাল থেকে এ পর্যন্ত ৪৫টি মিশনে প্রায় লক্ষাধিক বাংলাদেশি সদস্য অংশ নিয়েছেন। ’  

পররাষ্ট্রসচিব মিজারুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী, প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক সিদ্দিকী ও জাতিসংঘের সহকারী মহাসচিব ডুটি টেং হকিং।

অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, পুলিশের মহাপরিদর্শক, সাবেক রাষ্ট্রদূত, ঢাকায় বিদেশি মিশনের পদস্থ কর্মকর্তা, বিশিষ্ট সাংবাদিকসহ সামরিক বেসামরিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে ড. গওহর রিজভী জাতিসংঘ পুনর্গঠন করে সেখানে গণতন্ত্র পদ্ধতি প্রতিষ্ঠা করা জরুরি বলে মন্তব্য করেন।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জুন ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad