ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মায়া হরিণ জখম

চবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩০, জুন ৮, ২০১১

চবিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ্ আমানত হলের পাশের পাহাড় থেকে নেমে আসা একটি মায়া হরিণ কলাপসিবল গেইটে আটকে গুরুতর জখম হয়েছে।

বুধবার ভোর ছয়টায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে হল প্রভোষ্ট এসে গার্ডদের সহায়তায় হরিণটিকে উদ্ধার করে স্থানীয় হাটহাজারী পশু হাসপাতালে নিয়ে যান।

হলের প্রভোষ্ট ড. কলিম উদ্দিন ভূইয়া বাংলানিউজকে জানান, ‘হরিণ জখম হবার খবর শোনার সঙ্গে সঙ্গে হলে গিয়ে হরিণটিকে উদ্ধার করে চিকিৎসার বন্দোবস্ত করেছি। এখন হরিণটি প্রাণীবিদ্যা বিভাগে আছে।

জানা গেছে, পাশের পাহাড় থেকে বুধবার ভোরে হঠাৎ করে একটি মায়া হরিণ হলে ঢুকে পড়ে। বের হবার পথ না পেয়ে লাফ দিয়ে পালানোর সময় কলাপসিবল গেইটের ফাঁকে আটকে যায়।

বর্তমানে মায়া হরিণটি চবি প্রাণী ক্ষিদ্যা  বিভাগে ড. ফরিদ আহসানের তত্ত্বাবধানে রয়েছে।

তিনি বাংলানিউজকে বলেন,‘মায়া হরিণটি পেছনের দিকে পিঠে মারাত্বক জখম হয়েছে। সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত চিকিৎসা দেয়া হবে। সুস্থ হলে কঠোর নিরাপত্তার মাধ্যমে আবার ছেড়ে দেয়া হবে। ’

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘন্টা, ০৮ জুন, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।