ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেহেরপুরে মেম্বার প্রার্থীর বাড়িতে চিঠি-বোমা-কাফনের কাপড়

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, জুন ৮, ২০১১

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের মেম্বর প্রার্থী সমসের আলীর বাড়িতে বুধবার ভোরে  সন্ত্রাসীরা হত্যার হুমকি দিয়ে চিঠি, বোমা ও কাফনের কাপড় রেখে গেছে।

তিনি এবার ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় কয়েকদিন আগে চরমপন্থিরা তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেছিল বলে তিনি বাংলানিউজকে জানান।

 

রেখে যাওয়া চিঠিতে লেখা রয়েছে, ‘তোর পরিণতি কাঁঠালপুতার বিএনপির নেতা ইউপি সদস্য নজরুলের মতো হবে। বোমা মেরে হত্যা করে খন্ডবিখন্ড করে দেবো। ’

খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা সমশের আলির বাড়ি  থেকে ২টি তাজা বোমা, কাফনের কাপড় ও চিঠি উদ্ধার করে।
এ বিষয়ে পিরোজপুর ক্যাম্প-ইন-চার্জ এসআই আব্দুল্লাহ বাংলানিউজকে জানান, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসীরা এ ধরনের কাজ করতে পারে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জুন ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।