ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নাটোরে ৬ দফা দাবিতে পৌর কর্মচারীদের মিছিল-সমাবেশ

জেলা সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, জুন ৮, ২০১১

নাটোর: পেনশনসহ ৬ দাবি আদায়ের লক্ষ্যে নাটোর পৌরসভার কর্মচারীরা বুধবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

কর্মচারী সূত্রে জানা গেছে, দুপুর সোয়া ১২টায় কর্মচারীরা পৌরভবন থেকে মিছিলটি বের করেন।



পরে মিছিলটি শহরের মূল মূল রাস্তা ঘুরে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় এবং কর্মচারীরা এখানে এক সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন নাটোর পৌর কর্মচারী সংসদের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক জুলফিকুল হায়দার বাবু।

সমাবেশে বক্তারা বলেন, সিটি ও পৌর কর্মচারীদের পেনশন প্রথা চালু, সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা দেওয়া, পৌর বিধিমালার কতিপয় ধারা বাতিল, নতুন বিধি সংযোজন ও যুগোপযোগী করা, পরিচ্ছন্ন-কর্মী সড়ক, বিদ্যুৎ ও উচ্ছেদ কর্মীসহ সকল মাস্টার রোল কর্মচারীর চাকরি স্থায়ী এবং নিয়োগের ক্ষেত্রে কর্মচারীদের পোষ্যকোটার ৪০ শতাংশ সংরক্ষণ করতে হবে।

পরে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি নাটোর পৌরসভার মেয়র এমদাদুল হক আল মামুনের মাধ্যমে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রীর কাছে পেশ করেন।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জুন ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।