ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নরসিংদীর বেলাব ইউপি নির্বাচনী সহিংসতায় নিহত ১

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, জুন ৮, ২০১১

নরসিংদী: নরসিংদীর বেলাবতে ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দু’চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে বুধবার সকালে সোহেল (১৮) নামে একজন নিহত হয়েছে।

স্থানীয়রা জানায়, উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রতন ও অহিদুল্লাহ ভূঁইয়ার সমর্থকদের মধ্যে চর সাহেব মধ্য পাড়া গ্রামে সোমবার রাত ১২টার দিকে সংঘর্ষ হয়।

এ সময় রতনের পক্ষে সোহেল গুরুতর আহত হলে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

দু’দিন পর বুধবার সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে সোহেলের মৃত্যু হয়।

বেলাব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন খান জানায়, নির্বাচন সহিংসতায় সোহেল মারা যায়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জুন ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।