ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাঘাটায় জমি দখল করতে এসে ভাড়াটে মাস্তান খুন

জেলা সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, জুন ৮, ২০১১

গাইবান্ধার: গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ঘুড়িদহ গ্রামে মঙ্গলবার রাতে জমি দখল করে দিতে এসে আব্দুল বাকি (৪০) নামের এক ভাড়াটে সন্ত্রাসী খুন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১২ জন।



নিহতের বাড়ি সাঘাটা উপজেলার সাঘাটা বাজারে। আহত ১১ জনকে বগুড়াসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সাঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন খান বাংলানিউজকে জানান, ওই গ্রামের সিরাজুল ইসলাম ও তার ভাগিনা রফিকুল ইসলামের এক বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো। এর জের ধরে সিরাজুল ভাড়াটে মাস্তান আব্দুলসহ আরও ১৫ জনকে নিয়ে আসেন জমি দখল করতে। তারা দখল করা জমিতে খুটি লাগাতে গেলে ভাগিনাসহ তার লোকজন বাধা দেয়। এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হলে ভাড়াটে মাস্তান আব্দুল গুরুতর আহত হয়। রাতেই চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি জানান, এলাকায় চাঁদাবজি, মাস্তানি, অসামাজিক কার্যকলাপ এবং জমি দখল সংক্রান্ত কার্যক্রমে সে জড়িত ছিল বলে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, জুন ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।