ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উৎসে কর প্রত্যাহার ও জ্বালানি খাতে বরাদ্দ বাড়ানোর দাবি বিকেএমইএ’র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, জুন ১৪, ২০১০

ঢাকা: প্রস্তাবিত বাজেটে রপ্তানির ওপর আরোপিত এক শতাংশ উৎসে কর প্রত্যাহার ও জ্বালানি খাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ নিটওয়ার প্রস্তুত ও রপ্তানিকারক সংস্থা (বিকেএমইএ)।

সংগঠনটির নেতারা আজ সোমবার এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, বিশ্বমন্দা শেষে যখন আমরা ঘুরে দাঁড়াতে চেষ্টা করছি টিক সেইসময় রপ্তানির ওপর আরোপিত উৎসে কর দশমিক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে এক শতাংশ করা হলে তা একটি আত্মঘাতি সিদ্ধান্ত হবে।

রপ্তানি বাড়ানোর ক্ষেত্রে এ সিদ্ধান্ত বড় ধরনের বাধা তৈরি করবে।
 
২০১০-২০১১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়া জানাতে আয়োজিত এ সাংবাদিক সম্মেলনে বিকেএমইএ সভাপতি ফজলুল হক এসব কথা বলেন।  

তিনি বলেন, ‘আপাতদৃষ্টিতে বাজেটকে উচ্চাভিলাষী মনে হলেও প্রবৃদ্ধির হার যা ধরা হয়েছে তা সঠিক বলেই মনে করছি। তবে প্রস্তাতিত বাজেট বাস্তবায়ন সরকারের জন্য একটি চ্যালেঞ্জ হবে। ’

তবে তিনি এও বলেন, ‘প্রবৃদ্ধির হার ১০ শতাংশ ধরলে ভাল হত। প্রবৃদ্ধি যদি বেশি না হয় আমরা কিভাবে উন্নতি করব। ’

ফজলুল হক বলেন, ‘বিদুৎ ও জ্বালানি  খাতে আগের অর্থ বছরের তুলনায় ৮০ শতাংশ বেশি বরাদ্দ রাখা হয়েছে। এটাকে আমরা স্বাগত জানাই। তবে মোট বাজেটে এ খাতের বরাদ্ধ ৫ শতাংশ যা চাহিদার তুলনায় কম। ’

তিনি বলেন, ‘পিপিপির আওতায় জ্বালানি খাতের প্রকল্প বাস্তবায়ন করার কথা বলা হয়েছে প্রস্তাবিত বাজেটে। কিন্তু গত অর্থ বছরে পিপিপি’র ব্যর্থতা আমাদের শঙ্কিত করে। ’

জ্বালানি সমস্যা সমাধানে স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পদক্ষেপের পাশাপাশি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান তিনি।

গর্মেন্টস পণ্যের প্রতিযোগিতা সম্পর্কে বলতে গিয়ে বিকেএমইএ সভাপতি বলেন, ‘বিশ্ব বাজারে গার্মেন্ট পণ্যের রপ্তানিতে  আমরা এখন দ্বিতীয় স্থানে। আমরা প্রথম স্থান অধিকার করতে চাই। এর জন্য একটি লক্ষমাত্রা স্থির করে লক্ষ অর্জনে বাজেটে কৌশল নির্ধারণ করার দাবি জানাচ্ছি। ’

বাংলাদেশ সময় : ২১২৩ ঘণ্টা, জুন ১৪, ২০১০
এমএএম/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।