ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

দেশের শতকরা ৪৭ ভাগ মানুষ নিরক্ষর : গণশিক্ষামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, জুন ৫, ২০১১

ঢাকা: বর্তমানে দেশের শতকরা ৪৭ ভাগ মানুষ নিরক্ষর এবং ৫৩ ভাগ সাক্ষর জ্ঞান সম্পন্ন। এই তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফসারুল আমিন।



রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তহুরা আলীর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ২০ হাজার ২৭২ টি। এর মধ্যে এমপিওভুক্ত বিদ্যালয়ের সংখ্যা ২০ হাজার ১৪টি।

সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিদ্যালয় নেই এমন ১ হাজার ৫শ’ গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে। ’

নাজিম উদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে গণশিক্ষা মন্ত্রী জানান, দেশের ৩৬ হাজার ৯৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ জন করে মোট ৩৬ হাজার ৯৮৮ জন দপ্তরী কাম-প্রহরীর সৃষ্টির প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপারিশ পাওয়া গেছে। বিষয়টি অর্থ বিভাগের বিবেচনাধীন রয়েছে।

বাংলাদেশ সময়:২০২৯ ঘণ্টা, জুন ৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।