bangla news

পপ সম্রাট আজম খানের মৃত্যুতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের শোক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১-০৬-০৫ ১২:০৭:০৫ পিএম

পপ সম্রাট আজম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

ঢাকা : পপ সম্রাট আজম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

রোববার দুপুরে আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনের শুরুতেই তিনি আজম খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

আশরাফ বলেন, আমাদের দেশের সংগীত জগতে যারা বৈপ্লবিক পরিবর্তন আনেন আজম খান তাদের মধ্যে অন্যতম ছিলেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। জাতি আজম খানের অবদান শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করবে

আমি তার বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তার শোক সমন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

বাংলাদেশ সময় ১৯৩০ ঘন্টা, জুন ৫, ২০১১

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2011-06-05 12:07:05