ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

রোববারের হরতাল: ঢাকা মহানগরীতে আটক ৭১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৪, জুন ৫, ২০১১
রোববারের হরতাল: ঢাকা মহানগরীতে আটক ৭১

ঢাকা: দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে বিএনপি, জামাত, ইসলামী ঐক্যজোটসহ সমমনা দলগুলোর ডাকে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের এক বিশেষ সূত্রানুযায়ী, রোববারের ডাকা ওই হরতালে ঢাকা মহানগরীতে আটক হয়েছে ৭১ জন।

এর মধ্যে পল্টন থানায় ৩৫ জন, গুলশান থানায় ১৩ জন, মতিঝিল থানায় ৬ জন। বাকিরা বিভিন্ন থানায়।     

উল্লেখ্য, উচ্চ আতালতের রায় অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার কোন সুযোগ নেই- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের পর প্রধান বিরোধী দল বিএনপি এ হরতালের ডাক দেয়। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোটসহ সমমনা দলগুলো বিএনপির সঙ্গে একাত্মতা পোষণ করে।     

বাংলাদেশ সময়:১৯৪৯ ঘণ্টা, জুন ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।