ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইউপি নির্বাচন ২০১১

গাইবান্ধায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২২ জনের সাজা

জেলা সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, জুন ৫, ২০১১

গাইবান্ধা: নির্বাচনী বিধিমালা লঙ্ঘনের দায়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৭ ইউনিয়নে ভোট চলাকালে রোববার দুপুর পর্যন্ত মেম্বরপ্রার্থী আনিসুর রহমানসহ ২২ জনকে বিভিন্ন মেয়াদে কারা ও অর্থদ- করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট আবুল কাসেম মোহাম্মদ শাহীন বাংলানিউজকে বলেন, ‘সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের একাধিক কেন্দ্রে ভোটারদের মধ্যে পান-বিড়ি সরবরাহ এবং প্রচারণা চালানোর দায়ে মেম্বরপ্রার্থী আনিসুর রহমানকে ১ মাসের জেল এবং ১ হাজার টাকা জরিমানা, মো. নয়ন মিয়াকে ১ বছরের জেল, আব্দুল জব্বারকে ৩ দিনের কারাদ-সহ ২২ জনকে  বিভিন্ন মেয়াদে অর্থ ও কারাদ- দেওয়া হয়েছে।



বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জুন ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।