ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিএসই’র বাজেট প্রতিক্রিয়া

উৎসে আয়কর ও কর্পোরেট কর কমানো না হলে পুঁজিবাজার ক্ষতিগ্রস্থ হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, জুন ১৪, ২০১০

ঢাকা: ২০১০-১১ অর্থবছরের বাজেট প্রস্তাব মেনে ব্রোকারেজ হাউজের লেনদেনে উৎসে কর আরোপ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মুনাফার ওপর ১০ শতাংশ কর আরোপ করা হলে পুঁজিবাজারের বিকাশ বাধাগ্রস্ত হবে মনে করছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

এছাড়াও তালিকাভুক্ত কোম্পানির প্রিমিয়ামের ওপর তিন শতাংশ কর আরোপ বাজারে ভালো কোম্পানির তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে  বাধা তৈরি করবে বলেও মনে করছে চট্টগ্রামভিত্তিক সংস্থাটি।



প্রস্তাবিত বাজেটের ওপর প্রতিক্রিয়া জানাতে আজ সোমবার দুপুর ১২ টায় রাজধানীর দিলকুশাস্থ ঢাকা কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা জানান সিএসই’র কর্মকর্তারা।

এরআগে সকাল ১১টায় বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক এসোসিয়েশন (বিএমবিএ) নিজস্ব কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একই ধরনের বাজেট প্রতিক্রিয়ায় অনেকটা একই ধরনের বক্তব্য তুলে ধরে।

নতুন নতুন কর আরোপের ফলে বাজারে ভালো শেয়ারের সরবরাহ কমে যাবে বলে আশঙ্কা প্রকাশ করে দুটি প্রতিষ্ঠানই বাজারের স্থিতিশীলতা ধরে রাখার জন্য ২০১০-১১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে এসব কর কমিয়ে আনার দাবি জানায়।

সাংবাদিক সম্মেলনে সিএসই সভাপতি ফকরউদ্দিন আলী আহমেদ বলেন, ব্রোকারেজ হাউজের উৎসে আয়কর বর্তমানে ১ লাখ টাকায় ২৫ টাকা। যা প্রস্তাবিত বাজেটে প্রতি লাখে ১০০ টাকা করা হয়েছে।   এ প্রস্তাব বাস্তবায়িত হলে ব্রোকারেজ হাউজগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হবে।

এ অবস্থায় উৎসে আয়কর লাখে ২৫ টাকা রাখা উচিত বলেই মত দেন সিএসই সভাপতি।

উৎসে আয়কর না বাড়িয়ে বাজারে শেয়ার সরবরাহ বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।

এছাড়াও প্রস্তাবিত বাজেটে কোম্পানির শেয়ার ছাড়ার ক্ষেত্রে প্রিমিয়ামের ওপর ৩ শতাংশ কর আরোপের বিরোধীতা করে ফকরউদ্দিন আলী আহমেদ বলেন, এতে কোম্পানির উদ্যোক্তারা বাজারে শেয়ার ছাড়তে নিরুৎসাহিত হবেন। এ প্রস্তাবটিও পূর্ণমূল্যায়নের জন্য সরকারের কাছে অনুনোধ জানান তিনি।
 
প্রক্রিয়াধীন থাকা ২৬টি সরকারি কোম্পানির শেয়ার দ্র’ত বাজারে ছাড়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানান সিএসই সভাপতি।

অন্যদিকে মার্চেন্ট ব্যাংক এসোসিয়েশনের সভাপতি মো. আরিফ খান বলেন, কর্পোরেট বডির ওপর ১০ শতাংশ কর আরোপ টেকসই এবং উন্নয়নশীল পুঁজিবাজারের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। যা কর্পোরেট বিনিয়োগকে নিরুৎসাহিত করবে।

তিনি বলেন, ‘আমরা সরকারের কাছে এই প্রস্তাব পুনর্বিবেচনা করে কর্পোরেট কর ১০ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ করার দাবি করছি।
 
সিএসই’র সংবাদ সম্মেলনে সহসভাপতি মারুফ খান এফসিএ, একিউআই চৌধুরী, তারেখ কামাল, পরিচালক আবু সৈয়দ মো. শহিদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

স্থানীয় সময় ১৬৫৫ ঘণ্টা, জুন ১৪, ২০১০
জিএস/এমএমকে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।