ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এবার নিজেদের দুই কনস্টেবলের বিরুদ্ধেই দুদক’র মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, আগস্ট ২, ২০১০

ঢাকা : রমনা থানায় সোমবার নিজেদের দুই কনস্টেবলের নামেই দুর্নীতির মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্ত দুই কনস্টেবলকে আটক করে রমনা থানা হাজতে রাখা হয়েছে।



আটক দুই কনস্টেবল হলেন মো: ফারুক আহমেদ এবং মো: খসরু জাহান। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মামলা দায়ের করা হয়।

মামলা দায়ের এবং আটকের বিষয়টি নিশ্চিত করে রমনা থানার ওসি শিবলী নোমান বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে সন্ধ্যায় দুই কনস্টেবলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, অভিযুক্ত দুই কনস্টেবল তাদের পদমর্যাদার তুলনায় উচ্চ পদমর্যাদার ভুয়া পরিচয়পত্র বানিয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন।

দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারাই অভিযুক্ত ব্যক্তিদের আটক করে থানায় নিয়ে আসেন।

বাংলাদেশ সময় : ২১৪০ ঘণ্টা, আগস্ট ২, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।