ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সেপ্টেম্বরের শুরুতে সাকা`সহ ১০ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ

মান্নান মারুফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, আগস্ট ২, ২০১০
সেপ্টেম্বরের শুরুতে সাকা`সহ ১০ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ

ঢাকা: সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ১০ যুদ্ধাপরাধীর নামে অভিযোগ গঠন করবে মানবতাবিরোধী অপরাধ আদলতের তদন্ত সংস্থা। বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী এ তালিকায় রয়েছেন বলে বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি বিশেষ সূত্রে নিশ্চিত হয়েছে।



সূত্রমতে, তদন্ত সংস্থা ১২ জনের নামে অভিযোগ গঠনের প্রস্তুতি নিচ্ছিলো। কিন্তু শেষ পর্যন্ত তারা ১০ জনের নামে অভিযোগ গঠন প্রক্রিয়া চূড়ান্ত করে এনেছেন।

সম্ভাব্য ১০ জনের তালিকার বাকি নয় জনই জামায়াত নেতা।

জামায়াত নেতারা হচ্ছেন এরই মধ্যে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হওয়া দলের আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা।

এছাড়া দলের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী, আব্দুস সোবহান, ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ও সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের নাম রয়েছে এ তালিকায়।

অন্য মামলায় গ্রেপ্তার হওয়া দেলাওয়ার হোসেন সাঈদীকেও যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চলছে।

সালাহউদ্দিন কাদের চৌধুরীসহ জামায়াতের বাকি নেতাদের যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে বলে জানা গেছে।

গোয়েন্দা সূত্র জানিয়েছে, বর্তমানে এসব নেতাকে কড়া নজরদারিতে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad