ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনে একমত বিডিআর-বিএসএফ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, আগস্ট ২, ২০১০

দিনাজপুর: সীমান্তে শান্তি শৃঙখলা বজায় রাখা এবং উভয় বাহিনীর সদস্যের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনে একমত হয়েছে বিডিআর-বিএসএফ।  

সোমবার দিনাজপুরের হিলি সীমান্তের কাছে ভারতের হাকিমপুর ২৮৫ নম্বর মেইন পিলারের কাছে বিডিআর-বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকে এ মত প্রকাশ করা হয়।



বৈঠকে বাংলাদেশের পে নেতৃত্ব দেন ৩ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুলাহ আল মামুন। ভারতের পে নেতৃত্ব দেন ৫৭ বিএসএফ ব্যাটালিয়ন কমাডেন্ট ডিআইজি রাজ কুমার।

৩ রাইফেলস ব্যাটালিয়নের লে. কর্নেল আব্দুল্লা-আল-মামুন বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, বিএসএফ উভয় দেশের সীমান্তের সার্বিক পরিস্থিতি দায়িত্বশীলতার সঙ্গে দেখার প্রতিশ্রুতি দিয়েছে। বৈঠকে সীমান্তে চোরাচালান, নারী-শিশু পাচার, মাদকদ্রব্য পাচার প্রতিরোধের বিষয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ