ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিমানবন্দর এলাকা থেকে দু কেজি হেরোইন উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, আগস্ট ২, ২০১০

ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যায় দু’ কোটি টাকা মূল্যের দু’ কেজি হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেননি তারা।



র‌্যাব-১১ (নারায়ণগঞ্জ) জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিমানবন্দরের উল্টো দিকে মনোলোভা রেস্টুরেন্ট এলাকায় ঝটিকা অভিযান চালালে পাচারকারীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে রেস্টুরেন্টের পাশে একটি চামড়ার ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরিত্যক্ত ওই ব্যাগে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো দু’ কেজি হেরোইন পাওয়া যায়।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে র‌্যাবের প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে ২৯ জুলাই বিমানবন্দর থেকে সিঙ্গাপুরগামী এক নাইজেরীয় নাগরিকের ব্যাগ তল্লাশি করে ৬ কেজি হেরোইন উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৯ ৫৪ ঘণ্টা, আগস্ট ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।