ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, আগস্ট ২, ২০১০

ঢাকা: জমি সংক্রান্ত বিরোধের জেরে রোববার রাতে রাজধানীর গোপীবাগের এক পরিবহন ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

নিহত মেসবাহউদ্দিন মিজু (৫০) ১৩৪/২ গোপীবাগ চতুর্থ লেনের বাসিন্দা।

সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় তার পরিবহনের ব্যবসা আছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোববার রাত এগারোটার দিকে হায়দার আলী বাবু নামে একব্যক্তি ব্যবসা সংক্রান্ত আলোচনার কথা বলে ফোন করে মেসবাহউদ্দিনকে পোস্তগোলা ব্রীজের নিচে একটি কাবঘরে নিয়ে যায়।   সেসময় হায়দারের সঙ্গে মোহাম্মদ আলী রাজা ও মো: আজিজ নামে আরো দুই ব্যক্তি ছিল বলে জানা যায়। সেখানে রাতভর নির্যাতন চালিয়ে মিজুর তার নিথর দেহ কাবঘরের সামনে ফেলে রাখে। সোমবার ভোরে খবর পেয়ে পরিবারের সদস্যরা মিজুকে উদ্ধার করে গোপীবাগের একটি কিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মতিঝিল থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই মো: নাসির বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, এ ধরনের কোনো খবর তারা পাননি।

বাংলাদেশ সময় : ১৭১৫ ঘন্টা, আগস্ট ২, ২০১০।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।