ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদ লাভে বাংলাদেশকে সমর্থন দেবে ইরান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, মে ২৯, ২০১১
নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদ লাভে বাংলাদেশকে সমর্থন দেবে ইরান

ঢাকা: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী আসন লাভে বাংলাদেশকে সমর্থন দেবে ইরান। ঢাকা সফররত ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আলী ফাতৌল্লাহি তার দেশের এ মনোভাবের কথা জানান।



রোববার রাতে রাজধানীর রূপসী বাংলা হোটেলে (সাবেক শেরাটন) পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠককালে ইরানি মন্ত্রী বাংলাদেশের পক্ষে তার দেশের সমর্থনের কথা জানান।

নিরাপত্তা পরিষদের ২০১৬-২০১৭ মেয়াদে অস্থায়ী সদস্যপদ লাভে বাংলাদেশ কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এর আগে ১৯৭৯-৮০ এবং ২০০০-০১ মেয়াদে বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এশিয়া অঞ্চল থেকে অস্থায়ী সদস্যের দায়িত্ব পালন করে।

নিরাপত্তা পরিষদে ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রের বাইরে ১০টি অস্থায়ী সদস্য থাকে। দুই বছর মেয়াদে বিভিন্ন মহাদেশ থেকে তারা জাতিসংঘের সাধারণ সদস্য রাষ্ট্রের ভোটে নির্বাচিত হয়।    

এদিকে ইরানে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের বৈধতা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।

পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির অনুরোধের পরিপ্রেক্ষিতে ইরানি মন্ত্রী এ ব্যাপারে আশ্বাস দেন।

ইরান ও বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়েও বৈঠকে আলোচনা হয়।

দীপু মনি ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে জানান, ইরানে রপ্তানিজাত বাংলাদেশি পণ্যের ওপর শুল্কহার বেশি। এটি কমানো প্রয়োজন।

আগামী ২৪ জুন তেহরানে অনুষ্ঠেয় সন্ত্রাস দমন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানকে আমন্ত্রণ জানাতে ঢাকা এসেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী।
 
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সোমবার পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েসের সঙ্গে বৈঠক করবেন।

সোমবারের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়গুলো বিস্তারিত আলোচনা হবে।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, মে ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।