ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আগামী বাজেটে ছিন্নমূলদের জন্য বিশেষ বরাদ্দ দাবি

স্টাফ করেসপন্ডেণ্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, মে ২৯, ২০১১

চট্টগ্রাম: ছিন্নমূল জনসাধারণের পুনর্বাসনের জন্য আগামী বাজেটে বিশেষ বরাদ্দ দাবি করেছে চট্টগ্রাম মহানগর ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদ নামে একটি সংগঠন।

রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি জানায়।


 
এ সময় বাজেটে বিশেষ বরাদ্দ দিয়ে বহুতল ভবন নির্মাণ করে ন্যূনতম কিস্তিতে ছিন্নমূলদের মাঝে বরাদ্দ দেওয়ার জন্য সরকারের প্রতি প্রস্তাব রাখেন সংগঠনের সভাপতি জি এম মোস্তফা কামাল।

বাংলানিউজকে তিনি বলেন, বর্তমানে ছিন্নমূলদের পুনর্বাসনের নামে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরসহ বিভিন্ন এলাকায় বরাদ্দ দেওয়া জায়গাগুলোর দখল নিয়ে প্রভাবশালীরা মারামারি পর্যন্ত করছে। এভাবে জায়গা বরাদ্দ দিয়ে প্রকৃত ছিন্নমূল জনসাধারণের পুর্নবাসন হবে না বলে মনে করেন তিনি।

সংবাদ সম্মেলনে নগর আওয়ামী লীগ নেতা আ জ ম নাছিরউদ্দিন ও কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা শফর আলী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, মে ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।