ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের কর্মসূচি প্রত্যাহার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, আগস্ট ১, ২০১০

দিনাজপুর: সাত দিন সময় বেঁধে দিয়ে দিনাজপুরের হিলি স্থলবন্দরে সোমবার থেকে পণ্য আমদানি-রপ্তানি ও সব খাদ্য গুদামে লোড-আনলোড বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে শ্রমিকরা।

জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার সাধারণ সম্পাদক আলাউদ্দিন ও হাকিমপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি হামিদুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিতে সংগঠনের প থেকে এ আন্দোলন কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছিল।



রাতে শ্রমিক লীগের নেতাদের সঙ্গে সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের মধ্যস্থতায় কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে জানান শ্রমিক লীগের সভাপতি আব্দুল হাই।

এ সময় সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান উপস্থিত ছিলেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে তিনি বলেন, ‘সাত দিনের মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা পুনরায় আন্দোলনে যাবো। ’

হামিদুল ইসলাম কোনোভাবেই ওই ঘটনার সঙ্গে জড়িত নন বলেও দাবি করেন আব্দুল হাই।

বাংলাদেশ সময় ১৯৪২ ঘণ্টা, আগস্ট ০১, ২০১০





বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।