ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোলায় কালবৈশাখী ঝড়ে আহত ১০

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, মে ২৫, ২০১১

ভোলা: ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নে বুধবার কালবৈশাখীর ঝড়ে চারটি গ্রাম লন্ডভন্ড হয়েছে। এছাড়াও ঘর চাপা ও গাছ পড়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।



হাসান নগর ইউনিয়র পরিষদের চেয়ারম্যান মানিক হাওলাদার বাংলানিউজকে জানান, সকাল ১১টার দিকে ঝড় শুরু হয়। প্রায় ৩০ মিনিট ব্যাপী এ ঝড়ে মধ্যধলী, হাসাননগর, সুধারামপুর ও মধ্যহাসান নগর গ্রামের দুই শতাধিক কাচা ঘর বিধ্বস্ত হয়। এছাড়াও মির্জাকালু, চৌধুরী বাজার ও স্লুইজ ঘাট মৎস্য ঘাটের ৫০টি দোকানপাট বিধ্বস্ত হয়েছে। এতে ১০ জন আহত হয়।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, মে ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।