ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

শিবচরে নির্মাণ শ্রমিক নিহত, রাস্তা অবরোধ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, মে ২৫, ২০১১

মাদারীপুর: মাদারীপুরের শিবচর দত্তপাড়া ইউনিয়নের আর্য দত্তপাড়া গ্রামে বুধবার সকালে নির্মাণাধীন ঘাটলা ভেঙ্গে পড়ে একজন শ্রমিক নিহত হয়েছেন।

নিহত রহিম মল্লিক (২০) ওই এলাকার আশরাফ মল্লিকের ছেলে।



এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-খুলনা মহাসড়কে হাজী শরীয়তুল্লাহ সেতু ঘণ্টা খানেক অবরোধ করে রাখলে উভয় পাশে শতাধিক যানবহন আটকা পড়ে।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, ওই গ্রামে পলান বাড়ির পুকুরে জেলা পরিষদে একটি ঘাটলা নির্মাণাধীন ছিল। সকালে রহিম ঘাটলার নিচের সেন্টারিং খোলার সময় ওটি ধ্বসে পড়ে। এ সময় চাপা পড়লে রহিমের চিৎকারে এলাকাবাসি প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করে।

গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

ওই এলাকার প্রাক্তন ইউপি সদস্য তৈয়ব আলী বাংলানিউজকে জানান, নি¤œমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারনেই এ ঘটনা ঘটেছে।

বাতচর হাইওয়ে পুলিশ সার্জন আসাদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়েছে। যান চলাচল এখন স্বাভাবিক হচ্ছে।

লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, মে ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।