bangla news

দামুড়হুদা সীমান্তে বিএসএফের গুলি ॥ সতর্ক বিডিআর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০-০৭-৩১ ৮:১৪:০৪ পিএম

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিবর্ষণকে কেন্দ্র করে চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে বিডিআর।

চুয়াডাঙ্গা: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিবর্ষণকে কেন্দ্র করে চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে বিডিআর।

রোববার দুপুরে নিমতলা সীমান্তের ৭৫ নম্বর মেইন পিলালের কাছে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।

বিডিআর দর্শনা কোম্পানি কমান্ডার জাহাঙ্গীর হোসেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, নিমতলা সীমান্তে ভারতের গেদে বিএসএফ ক্যাম্পের জোয়ানরা বিনা উস্কানিতে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় একটি সূত্র জানায়, গুলিবর্ষণের পর সতর্ক অবস্থান নিয়েছে বিডিআর। বিএসএফও শক্তি বৃদ্ধি করায় সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলোতে বিরাজ করছে আতঙ্ক।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, আগস্ট ১, ২০১০

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2010-07-31 20:14:04