ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজনৈতিক দল নিষিদ্ধ করার দায়িত্ব ইসির নয়: সিইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, আগস্ট ১, ২০১০
রাজনৈতিক দল নিষিদ্ধ করার দায়িত্ব ইসির নয়: সিইসি

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা বলেছেন, ধর্মভিত্তিক রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে সরকার বা উপযুক্ত কোনো কর্তৃপক্ষ ।



রোববার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাংবাদিকরা সিইসির কাছে প্রশ্ন রেখেছিলেন,‘‘৫ম সংশোধনী বাতিলে সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়ের পর ইসি কি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করবে?’’

জবাবে সিইসি বলেন, ‘ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করতে হলে সেটা করতে হবে সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষকে । কমিশন কোনো দলকে নিষিদ্ধ করবে না। তবে সরকার কোনো নিবন্ধিত রাজনৈতিক দল নিষিদ্ধ করলে কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই দলের নিবন্ধন বাতিল করবে। ’

সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল হওয়ায় ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা নিয়ে যে বিতর্ক ওঠেছে সে পরিপ্রেক্ষিতে সিইসি কমিশনের অবস্থান ব্যাখ্যা করেন।

আদালতের রায়ের পর সম্প্রতি আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদসহ বিভিন্ন মহল ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়টি ইসি’র এখতিয়ার বলে বক্তব্য দিয়েছেন।   সে বিষয়ে সিইসি বলেন, ‘এ নিয়ে অগ্রিম কথা বলা হচ্ছে। এ এখতিয়ার আমাদের নয়। ’

ড. শামসুল হুদা আরো বলেন, ‘আমাদের কাছে এখনো কোনো কাগজপত্র আসেনি। তাছাড়া কমিশন কোনো রাজনৈতিক পক্ষের নয়। তাই এ নিয়ে আমাদের অগ্রিম কথা বলারও দরকার নেই। সংবিধান অনুযায়ী কোনো সিদ্ধান্ত হলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেবো। ’

জামায়াতে ইসলামীর সংশোধিত গঠনতন্ত্র সম্পর্কে সিইসি বলেন, ‘জামায়াত কমিশনে সংশোধিত গঠনতন্ত্র জমা দিয়েছে। কিন্তু কিছু বিষয়ে কমিশনের এখনো আপত্তি রয়েছে। জামায়াতকে নোটিশ দিয়ে বিষয়টি জানানো হবে। ’

নির্বাচন কমিশনে নিবন্ধিত ৩৮টি রাজনৈতিক দলের মধ্যে ১১টি ধর্মীয় নামযুক্ত বা তারা ধর্মভিত্তিক বলে পরিচিত।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।